পূর্ণক এবং অংশক

➤ .০০৪৫ এর পূর্ণক এবং অংশক নির্ণয় কর ।
.০০৪৫ এর পূর্ণক এবং অংশ নির্ণয় করার জন্য, 
প্রথমে  .০০৪৫ কে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। এরপর উভয়ই পক্ষে লগ নিতে হবে ।
➤ যেমন
.০০৪৫ = ৪.৫ × ১০^-৩
বা, log .০০৪৫ =log ৪.৫ +log ১০^-৩
বা, log ০০৪৫ =log ৪.৫+ (-৩)
☞ এখানে  log ৪.৫= ০.৬৫৩২১ কে অংশক বলা হয় আর -৩ বা, বার ৩ কে পূর্ণক বলা হয়
 
          

Comments

Popular posts from this blog

Chamois leather -Shammy-শ্যাময়(ভিন্ন বানান - স্যাময়) চামড়া

About Abraham Lincoln(আব্রাহাম লিংকন সম্পর্কে)

সংখ্যার বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ, নবম-দশম শ্রেণি