ওয়েবসাইটের সুবিধা (Advantages of Website) for HSC

ওয়েবসাইটের সুবিধা
বর্তমান ইন্টারনেটের এ যুগে সবচেয়ে স্বল্প খরচে তথ্য প্রকাশ করার সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট।ওয়েবসাইটের বহুবিধ সুবিধা রয়েছে। যেমন-
১.স্বল্প ব্যয়ে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রসারের জন্য ওয়েবসাইট প্রকাশ করতে পারে। প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক কম খরচে আকর্ষণীয় সাইট তৈরি করা যায়।

২.ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ যেকোনো স্থান থেকে যেকোনো সময় দেখতে পারে।

৩.ওয়েবসাইটে লেখার পাশাপাশি ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও এবং এনিমেশন যুক্ত করা যায়।

৪.ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়।

৫.ওয়েবসাইট ব্যবহারকারীদের অনেক সময় বাঁচায়।

৬.ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়।

৭. যেকোনো তথ্য জানার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট।  যেকোনো বিষয়ে যেমন কোন স্থানের তাপমাত্রা, রেলের ও প্লেনের  সময়সূচি, ভাড়া ইত্যাদি   জানা যায়।

 ৮. কোন প্রোডাক্ট বা কোন বিষয় সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে মতামত জানা যায়।

৯. ঘরে বসে থেকে কোন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়।

 ১০. বিশ্বের নামকরা বড় বড় লাইব্রেরির সাইটে ঢুকে বই পড়া যায়।

১১.কোন প্রতিষ্ঠান সরাসরি না গিয়ে তাদের সাইটে ঢুকে ফরম ফিলাপ করা যায়।  এতে করে সময় ও অর্থ বাঁচে।

১২.ঘরে বসে বাস, ট্রেন, প্লেনের টিকিট কাটা যায়।

১৩. হসপিটালের বা হোটেলের সাইটে ঢুকে রুম বুকিং দেয়া যায।

১৪.সামাজিক বিভিন্ন সাইটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে মতবিনিময় করা যায় এবং বন্ধুত্ব করা যায়।

১৫. সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অল্প খরচে করা যায়। এছাড়াও আরো অনেক কাজ করা যায় 

Comments

Popular posts from this blog

Chamois leather -Shammy-শ্যাময়(ভিন্ন বানান - স্যাময়) চামড়া

সমাজে তথ্য প্রযুক্তির সুফল বা অবদান (Advantages of ICT to Our Society ) for HSC

About Abraham Lincoln(আব্রাহাম লিংকন সম্পর্কে)